গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার ব্যবস্থাপনায় সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় খাজায়ে খাজেগান, খলীফায়ে শাহে জিলান, ৩০ পারা সম্বলিত অদ্বিতীয় দরূদ সম্ভার মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.) গ্রন্থের প্রণেতা হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.), আওলাদে রাসূল (দ.), কুতুবুল আউলিয়া, রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ও আওলাদে রাসূল (দ.), রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র সালানা ওরস মোবারক উপলক্ষ্যে সুন্নী কনফারেন্স-২৫ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার রাউজান জলিল নগর হাজী আবছার মার্কেটস্থ খানকা-এ ক্বাদেরীয়া সৈয়্যদীয়া তৈয়্যবীয়া তাহেরীয়ায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাসিরাবাদ শাহী জামে মসজিদের খতিব এবং রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মুফতি আহমদুল্লাহ ফোরকান খান ক্বাদেরী। বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুদাররিছ ও ঢাকা তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা জয়নুল আবেদীন ক্বাদেরী, গাউসিয়া কমিটি রাউজান উত্তর এর দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা হাফেজ নোমান, মাওলানা গাজী মুহাম্মদ ফোরকান, মাওলানা সাইফুল ইসলাম নেজামী। বক্তারা বলেন কাদেরীয়া ত্বরীকার মহান মনীষীগণ যুগে যুগে মানুষের হেদায়তের জন্য সারা বিশ্বে ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন, উনাদের এ খেদমতের ফলে আমরা সঠিক পথে নিজেদের নিয়োজিত করার জন্য আন্জুমান, জামেয়া, গাউসিয়া কমিটি, দাওয়াতে খায়র, তরজুমান এবং জশনে জুলুসের মতো কার্যক্রম পেয়েছি। এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ইউ এ ই কেন্দ্রীয় পর্ষদের কর্মকর্তা জনাব আলহাজ্ব তৌহিদ হোসেন, মাওলানা আবু তৈয়্যব আনসারী, গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মতিন, মাস্টার জানে আলম শরীফ, কে.এম ওমর ফারুক, আ.স.ম. রফিকুল ইসলাম রেজভী, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা আবদুস সালাম, আবদুল্লাহ আল মামুন, মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী, এরফান উদ্দিন চৌধুরী (মারুফ), মুহাম্মদ সৈয়্যদ মিয়া, মুহাম্মদ শাহেদুল আলম, মাষ্টার মুহাম্মদ আলী, সৈয়্যদ নুরুল বখতিয়ার, মাস্টার মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ আবু সৈয়্যদ মুহাম্মদ মাশুকুল ইসলাম প্রমুখ।