স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধা সদর উপজেলা পরিদর্শন করলেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল গত বৃহস্পতিবার (১৬ মে) গাইবান্ধা সদর উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
পরিদর্শনকালে শুরুতেই তিনি সদর থানা পরিদর্শন করেন। এরপর, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ এর ‘শুভ উদ্বোধন’ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এছাড়াও, তিনি সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ, সদর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ,বৃক্ষরোপণসহ সিটিজেন কেয়ার উদ্বোধনএবং উপকারভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
পরবর্তীতে, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
শেষে, ২১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে সদর উপজেলায় দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণে স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের করণীয়, দিক-নির্দেশনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধি ও পরিপত্র সম্পর্কে অবহিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.