গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় শামসুন্নাহার হাতেয়ামিয়া আল কোরআন এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।
নিজেস্ব প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়নে শামসুন্নাহার হাতেয়ামিয়া আল কোরআন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এতিমদের আসবাব পত্র, ঘরের টিন,বই খাতা, চাল,আলু ফ্রিজ আলমারি, বাক্স, ট্রাংক সহ সব কিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর বাজারে অবস্থিত শামসুন্নাহার হাতেয়ামিয়া আল কোরআন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার হুজুর ও ছাত্ররা গত ১লা মার্চ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে যায়। নামাজ পড়া অবস্থায় হৈ চৈ শুনে মাদ্রাসার হুজুর ও স্থানীয়রা দেখতে পায় উক্ত মাদ্রাসায় আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসেে খবর দিলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে এতিমখানাটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের ধারনা বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মন্ডল, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লা সহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.