সংবাদ শিরোনাম :
গাইবান্ধার ২ উপজেলায় ভোট বুধবার, প্রতিদ্বন্দ্বিতায় করছেন ৪০জন প্রার্থী

নিজেস্ব সংবাদদাতা
- আপডেট সময় : ০৯:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল (বুধবার ২৯ মে) সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার (২৮ মে) ওইসব উপজেলার ২৪১টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জমাদি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।
ইতোমধ্যে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন- মোটরসাইকেল প্রতীকে শাহ মো. ফজলুল হক রানা, আনারস প্রতীকে রেজাউল করিম রেজা, ঘোড়া প্রতীকে আব্দুল ওয়াহেদ, কাপ-পিরিচ প্রতীকে সাইদুর রহমান, দোয়াত-কলম প্রতীকে নুর আজম মন্ডল নীরব, হেলিকপ্টার প্রতীকে আজিজার রহমান ও টেলিফোন প্রতীকে সাহীন আলম।