স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ আাসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনায় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজু ইসলাম, এসআই(নিঃ) দেওয়ান মোঃ রেজাউল করিম, এএসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২৪ ঘন্টায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ৫ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা
হচ্ছন, উপজেলার আমলাগাছী গ্রামের মৃত খোকা মিয়ার পুত্র মোঃ খায়রুল ইসলাম (৪৭), মোঃ সাহেব উদ্দিনের পুত্র জাহিদুল ইসলাম (৩৫), মুরারীপুর গ্রামের মোঃ হাছেন আলীর পুত্র মোঃ মাহবুর রহমান ওরফে ভুটু। এ ছাড়াও ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জামালপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের পুত্র মোঃ ফারুক হোসেন (৩৫), মোঃ শাহানুর ইসলামের পুত্র মোঃ সাকিরুল ইসলাম(৩৬)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, সকল ধরনের অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.