স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার হ্যাকারকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত শনিবার (৭ এপ্রিল ২০২৪) সন্ধ্যার পর উপজেলার বাগদা টু দরবস্ত ইউপির রাস্তা সংলগ্ন ফারুকের দোকান থেকে চার হ্যাকারকে আটক করে রবিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হলেন- দরবস্ত ইউপির রামনাথপুর গ্রামের জাফিরুলের ছেলে সাফি, দরবস্ত ইউপির সাতানা বালুয়া গ্রামের আমেল এর ছেলে সাদেকুল, মজনুর ছেলে রনি এবং লাজুর ছেলে জাহিদ হাসান।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, গত রাতে এসআই রায়হান ও দীপক সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে আটক করে। রবিবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, হ্যাকারদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.