স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধায় ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে, একাত্তুরের ভয়াল কালরাত্রী স্বরনে, বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে আজ সন্ধ্যা সোয়া সাতটায় পৌর শহীদ মিনার থেকে, একটি আলোর মিছিল বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন, বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। পরে সবাই ১ মিনিট নিরবতা পালন করেন এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণ করা হয় । বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক জিএম চৌধুরী মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রণজিৎ বকশি সূর্য, অধ্যাপক মাজহার উল মান্নান জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম স্বপন, মানবাধিকার কর্মী আন্জুমনোয়ারা বেগম, অথৈ সরকার । এছাড়াও রাজনীতিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.