স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধায় ২৫ মার্চ 'গণহত্যা দিবস'-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, গাইবান্ধা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। তারই অংশ হিসেবে সকাল ৯ঃ৩০ ঘটিকায় গাইবান্ধা কাচারী বাজারে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে, সকাল ১০ঃ০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে "গণহত্যা দিবস" উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাহিদ রসুল, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা। সভাপতিত্ব করেন জনাব দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা । এছাড়া, জেলা পুলিশ সুপারসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.