নিজেস্ব প্রতিনিধি:-
গাইবান্ধায় রেললাইনেরর ওপর থেকে আনুমানিক ৪৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে নাম-পরিচয় না পাওয়ায় মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করেছে গাইবান্ধার আঞ্জুমান মফিদুল।
আজ শুক্রবার বিকেল ৫ টার দিকে গাইবান্ধার পৌর কবরস্থানে ওই নারীর মরদেহ দাফন করা হয়। একইদিন সকালে বেওয়ারিশ লাশ হিসেবে গাইবান্ধার আঞ্জুমান মফিদুলে মরদেহ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ। এরআগে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুপতলা এলাকার লাইনের ওপর থেকে ওই নারীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফনের করেন আঞ্জুমান মফিদুলের গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহজাহান খান। তিনি বলেন, দুপুর নাগাদ পুলিশ রেলে কাটা পড়ে মৃত্যু হওয়া নাম-পরিচয়হীন এক নারীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে। পরে বাদ আছর (বিকেল) আমরা ওই নারীর মরদেহ বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে দাফন করি।
বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম
বলেন, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়দের খবরে কামারপাড়া-কূপতলার মাঝামাঝি এলাকার (৩৯৪/২-৪ কেএম সংলগ্ন) রেল লাইনের ওপর থেকে অজ্ঞাত এক নারীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী একইদিন রাত ৮ টা ২০ মিনিটের দিকে ১৯-আপ ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়। পরে পুলিশি পদ্ধতি অবলম্বন করেও তার নাম-পরিচয় না পাওয়ায় সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.