গাইবান্ধায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ

- আপডেট সময় : ১২:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ২য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে গত বুধবার (১৫ মে) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন এর আপিল কর্তৃপক্ষ এবং গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন, সদরসহ গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন এর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মোত্তালিব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোবিন্দগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া এসময় সম্মানীয় প্রধান অতিথি উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের করণীয়, দিক-নির্দেশনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধি ও পরিপত্র সম্পর্কে অবহিত করেন