গাইবান্ধায় পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

- আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন, সেসব মেধাবী শিক্ষার্থীদের ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে মার্চ) গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উক্ত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মেধাবৃত্তি অনুষ্ঠানে মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) উপস্থিত থেকে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী তুলে দেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস)ইব্রাহিম হোসেন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে ভবিষ্যতে আরো কৃতিত্ব অর্জনের মাধ্যমে বাবা-মার স্বপ্ন বাস্তবায়নে, কঠোর পরিশ্রম ও সাধনা করতে হবে।” তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও সর্বাঙ্গীন মঙ্গল করেন।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ০৮ জন ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ০১ জন মোট ০৯ জনকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।