গাইবান্ধায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

- আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ আবু বক্কর সিদ্দিক (২০) নামে এক ব্যক্তি গ্রেফতার। গত শনিবার (৪ মে) দুপুর দেড়টায় উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের দুবলাগাড়ী মাদ্রাসা মসজিদ সংলগ্ন রংপুর-বগুড়াগামী মহাসড়কের উপর একটি যাত্রীবাহী বাস তল্লাশীকালে গাঁজাসহ আবু বক্কর সিদ্দিক গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দলুয়ারপাড় (ধনিগাগলা) গ্রামের ইউনুছ আলীর পুত্র।
থানা সুত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ০৪ নং বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের দুবলাগাড়ী মাদ্রাসা মসজিদ সংলগ্ন রংপুর-বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু বগুড়াগামী “মুন্না এন্টারপ্রাইজ” যাত্রীবাহি বাস (রেজি নং-রংপুর-ব-১১-০০৪৯) তল্লাশী করাকালে বাসের যাত্রী আবু বক্কর সিদ্দিক কে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এই বিষয়ে পলাশবাড়ী থানার মামলা নং-০৮, গত তারিখ-০৪/০৫/২০২৪। ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়।