গাইবান্ধায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

- আপডেট সময় : ০৭:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।
স্টাফ রিপোটার:
গাইবান্ধা সদরে পণ্যবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নশরতপুর এলাকায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই আরোহীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হবে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলে নশরতপুর এলাকা পাড় হচ্ছিলেন দুই আরোহী। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানা নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহত দুই আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানা হেফজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।