সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪ বিতরণ অনুষ্ঠান গতকাল গত রোববার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
সভাপতিত্ব করেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।
‘সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে’ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা নিমিত্ত সততা ও নৈতিকতা, সেবা গ্রহীতাদের সেবা প্রধান, কর্তব্যনিষ্ঠা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনসহ ১০ টি সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।