স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের (মে দিবস) প্রথম প্রহরে শহীদ মিনারে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পহেলা মে প্রথম প্রহরের পরার সঙ্গে সঙ্গে গাইবান্ধা পৌর শহীদ মিনারে সদরের ২০টির আংশিক বিভিন্ন শ্রমজীবী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শেষে ১ মিনিট নীরবতা পালন করে। ১মে বুধবার সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা স্বাধীনতা প্রেরঙ্গন হইতে বিভিন্ন কর্মরত শ্রমিকরা বর্ণনাট্য র্যালি বের করে শহরে প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন ।
গাইবান্ধা জেলা প্রশাসক ও শ্রম কল্যান কেন্দ্র গাইবান্ধা। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা। গাইবান্ধা জেলা মটর সাইকেল মেকানিক শ্রমিক ইউনিয়ন।গাইবান্ধা জেলা ট্র্যাক, ট্যাংকলরী কাভার্ড ভ্যান, পরিবহন শ্রমিক ইউনিয়ন।
অটো রিস্কা (সিএনজি) অটো টেম্পু, মিশুক, টেক্সি কার, পরিবহন শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা। সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা। কাঠ ও সুতার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা। জেলা দর্জি কারিগরি শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা। গাইবান্ধা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন। গাইবান্ধা জেলা ফেরিওয়ালা ও ফুটপাত হকার শ্রমিক ইউনিয়ন ।
গুদাম লোড - আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন তুলসীঘাট।
গাইবান্ধা জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন। ফোন কর শ্রমিক ইউনিয়ন কাচারী বাজার , গাইবান্ধা। জেলা গরুর গাড়ি শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা ও আরো অন্যান্য শ্রমিক ইউনিয়নরা। সকলে র্যালি
স্বাধীনতা প্রেরঙ্গন এসে শেষ হয় ।
সেখান থেকে প্রত্যেক শ্রমিক ইউনিয়নের তাহারা পৃথক পৃথকভাবে দিনভর বিভিন্ন কর্মসূচি আয়োজন করেন।সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন- ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আট ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের স্মরণে প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী ৮০টি দেশে সরকারি ছুটি সহ উদযাপিত হয় মে দিবস। সে দিনের সেই আত্মত্যাগে সকল শ্রমজীবী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবে বলে বক্তারা প্রত্যাশা করেন।উল্লেখ্য, বুধবার (১ মে) মে দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলার শ্রমজীবী শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথকভাবে দিনভর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাতীয়, সাংগঠনিক ও কালো পতাকা উত্তোলন; র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.