মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা আশারুল হক (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলার করমদি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত’র বিরুদ্ধে গাংনী থানায় যৌন নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ তার পিতা করমদী গ্রামের কাজিপাড়ার আশারুল হক তাকে গত ২৮ ফেব্রুয়ারী দিবাগত মধ্য রাতে জোর পূর্বক যৌন নির্যাতন করে এবং শয়ন কক্ষে এক সপ্তাহ আটকিয়ে রাখে। পরে বিষয়টি তার মাকে যৌন নির্যাতনের ঘটনা জানিয়ে সে ঢাকায় তার স্বামীর কাছে চলে যায়। এরপর গত ১৪ মার্চ গাংনী থানায় একটি মামলা দায়ের করে।
মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌন নির্যাতনের ঘটনায় গাংনী থানার মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী। যার মামলা নং-১৭ তারিখ-১৪/০৩/২৫ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) এর সংক্রান্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.