গভীর রাতে বসত বাড়ীতে আগুন দিল দুর্বৃত্তরা

- আপডেট সময় : ১১:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জের সলংগা থানাধীন তেলকুপি গ্রামের মোঃ কোবাদ আলীর (৮৫) বসতবাড়িতে রাতের অন্ধকারে আগুন দিয়েছে প্রতিপক্ষরা । সরজমিনে খোজ নিয়ে জানা যায় কোবাদ আলী দীর্ঘ ৫০ বছর যাবত নিজের বাপদাদার ভিটে মাটিতে বসত করে আসছে । কিন্তু প্রতিপক্ষদের সংগে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে কোবাদ আলী একটি দোচালা ঘড়ে তার নাততিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তিনি আমাদের জানান হঠাৎ আনুমানিক রাত ১২ ঘটিকার সময় প্রতিপক্ষ মোঃ জাহাংগির আলম (৩৮),মাসুদ রানা (৪৫) , মোঃ চয়ন (২৩),শফিকুল ইসলাম (৪০) আমার শয়ন কক্ষে আগুন দিলে মূহুর্তেই সারা ঘরে আগুন ছড়িয়ে
পরিলে তার ঘুম ভেংগে যায় এবং তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাড়খার হয়ে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। লোকজন টর্চ লাইটের আলোয় উক্ত প্রতিপক্ষদের দেখতে পায়। ঘটনাটি ঘটে ১২ মে রবিবার রাত আনুমানিক ১২ ঘটিকায় । ১৩ মে কোবাদ আলী ৫ জনকে আসামী করে সিরাজগঞ্জের মোকাম বিজ্ঞ সলংগা থানা আমলী আদালতে মামলা দায়ের করেন। আসামীরা হলেন মোঃ জাহাংগির আলম (৩৮),মাসুদ রানা (৪৫) , মোঃ চয়ন (২৩) ও শফিকুল ইসলাম (৪০)। আদালত মামলাটি আমলে নিয়ে সলংগা থানাকে তদন্তের নির্দেশ দেন। বাদী কোবাদ আলী ন্যায় বিচার চেয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।