সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি,রংপুর :-
গত ১৫/০৩/২০২৪ ইং রোজ শুক্রবার সকালে বৃদ্ধ মোঃ আব্দুর রহিম (৬০),পিতাঃ মৃত কাইমুল্লা পন্ডিত, গ্রামঃ চেংমারী, থানাঃ গংগাচড়া, জেলাঃ রংপুর, তার নিজ জমির ধান ক্ষেত দেখতে যান, তার ক্ষেত সংলগ্ন বাসার ছাগল খেতের ভিতর ডুকে ক্ষেত নষ্ট করছিল দেখে তিনি ছাগল তাড়িয়ে দিয়ে ছাগল এর মালিক অর্থাৎ ক্ষেত সংলগ্ন বাসার লোকজনকে কিছুটা বকাবকি ও সতর্ক করে চলে আসে।
এ বিষয় কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে
মোঃ আবদুল হালিম (৬৫) এর নেতৃত্বে তার সাথে
মোঃ মোশারফ হোসেন (৪০),
মোঃ আশরাফুল ইসলাম (৩৩),
মোঃ ছগির আলী (৪৫),
মোছাঃ মালেকা বেগম (৫৮),
মোছাঃ হাসিনা বেগম (২৮),
সহ সকলে মিলে,
মোঃ আব্দুর রহিমের বাসায় ঢুকে মোঃ আব্দুর রহিম ও তার ছেলে মোঃ সেলিম মিয়া (৩৫)
এর উপর এলোপাথারি সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করে এবং মোঃ আব্দুর রহিম এর প্রতিবন্ধী স্ত্রী মোছাঃ শেফালী বেগমকে এলোপাতাড়ি মার-পিঠ করে পরনের কাপড় খুলে শ্রীলতাহানি করে, পরে সকলকে গুরুতর আহত করে বাসা ভাঙচুর ও মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে সকলে ঘটনাস্থল ত্যাগ করে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় রমেকে বাবা ও ছেলে চিকিৎসাধীন রয়েছে,গতকাল শনিবার ১৬/০৩/২০২৪ ইং ভুক্তভোগী গংগাছড়া থানায় অভিযোগ দেন।
এ বিষয়ে গংগাচড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হাসান এর সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে উনি ফোন রিসিভ করে নাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.