সংবাদ শিরোনাম :
খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এর মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়লেন জিয়া। দ্রুত হাসপাতালে নিলেও ফেরানো যায়নি তাকে।
শুক্রবার (৫ জুলাই) পল্টনের দাবা ফেডারেশন কক্ষে বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই ৫টা ৫২ মিনিটের দিকে লুটিয়ে পড়েন জিয়াউর।
জানা গেছে, পল্টনের দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছাতে সময় লাগে ৯ মিনিটের মতো। পরীক্ষানিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন জিয়া।