ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরিপুরে সরাসরি গোখরা সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন ফেনী পৌরসভার উদ্যোগে ১৯টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম পশ্চিম গুজরায় জ্বালা কুমারী তরুণ সংঘে উগ্যােগে দুর্গোৎসব উদযাপন না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষা সংগ্রামী আহমদ রফিক গাজীপুরে হাইওয়ে রোডে দেহ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দুমকীতে পূজা মন্ডপে এনসিপির শুভেচ্ছা বিনিময়

খেদা পাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি: রিপোর্টার্স ক্লাবের মানববন্ধনে ক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার খেদা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহর বিরুদ্ধে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক আনোয়ার হোসেন যখন খেদা পাড়া ইউনিয়নের একটি ইটের সলিং প্রকল্পের নিম্নমানের কাজ সম্পর্কে একটা মুঠো ফোনে তার কাছে তথ্য জানতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে জীবননাশের হুমকি দেন। ঘটনাটি ঘটে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে। এই ঘটনায় সাংবাদিক মহলে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ জনগণের ওপর নানা ধরনের হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে দমন করে আসছেন বলে একাধিক অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ শাসনামলে তিনি ৭ নং খেদা পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় জামায়াত-বিএনপির সাধারণ কর্মীসহ অনেক নিরীহ মানুষকে দমন করতে নানা রকম অনিয়ম ও অত্যাচারে জড়িয়ে পড়েন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

সাংবাদিক আনোয়ারুল ইসলাম

এই ঘটনার প্রতিবাদে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা থেকে ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, “আমরা এই দুঃসাহসিক ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারি না। ২৪ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ

এ সময় কেন্দ্রীয় সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও সংহতি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, “ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সাংবাদিক সমাজ একবাক্যে বলেন, “এমন ভয়ভীতি দেখিয়ে একজন সাহসী সাংবাদিককে দমন করার চেষ্টা শুধু ব্যক্তি সাংবাদিক নয়, গোটা গণমাধ্যমের ওপর হামলার শামিল।”

এখন সবার চোখ প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার দিকে। এলাকাবাসীও দাবি করছেন—সাংবাদিকদের নিরাপত্তা ও চেয়ারম্যানের অপশাসনের বিচারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

খেদা পাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি: রিপোর্টার্স ক্লাবের মানববন্ধনে ক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় : ০৫:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার খেদা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহর বিরুদ্ধে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক আনোয়ার হোসেন যখন খেদা পাড়া ইউনিয়নের একটি ইটের সলিং প্রকল্পের নিম্নমানের কাজ সম্পর্কে একটা মুঠো ফোনে তার কাছে তথ্য জানতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে জীবননাশের হুমকি দেন। ঘটনাটি ঘটে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে। এই ঘটনায় সাংবাদিক মহলে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ জনগণের ওপর নানা ধরনের হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে দমন করে আসছেন বলে একাধিক অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ শাসনামলে তিনি ৭ নং খেদা পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় জামায়াত-বিএনপির সাধারণ কর্মীসহ অনেক নিরীহ মানুষকে দমন করতে নানা রকম অনিয়ম ও অত্যাচারে জড়িয়ে পড়েন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

সাংবাদিক আনোয়ারুল ইসলাম

এই ঘটনার প্রতিবাদে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা থেকে ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, “আমরা এই দুঃসাহসিক ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারি না। ২৪ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ

এ সময় কেন্দ্রীয় সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও সংহতি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, “ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সাংবাদিক সমাজ একবাক্যে বলেন, “এমন ভয়ভীতি দেখিয়ে একজন সাহসী সাংবাদিককে দমন করার চেষ্টা শুধু ব্যক্তি সাংবাদিক নয়, গোটা গণমাধ্যমের ওপর হামলার শামিল।”

এখন সবার চোখ প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার দিকে। এলাকাবাসীও দাবি করছেন—সাংবাদিকদের নিরাপত্তা ও চেয়ারম্যানের অপশাসনের বিচারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।