মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
মেধাবী ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। স্বৈরাচারী এরশাদ পতনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান পাপুল। ইতি মধ্যে তিনি দাকোপ - বটিয়াঘাটা বাসীর নয়নমনিতে পরিনত হয়েছেন। খুলনা -১ আসনের সাধারণ মানুষ এমন একজন উচ্চ শিক্ষিত মেধাবী ব্যক্তিত্ব চাচ্ছেন। তার ব্যবহার ও ভালবাসায় মুগ্ধ হয়ে সকল শ্রেণী পেশার মানুষ তার বাসভবনে যাতায়াত করছেন।
জিয়াউর রহমান পাপুল শুনছেন সাধারণ মানুষের কস্টের কথা এবং সমাধান করার চেষ্টা করছেন। বলছেন তার আগামীর চিন্তা ভাবনার কথা। উন্নয়নের ছোয়া সকল ক্ষেত্রে লাগলে ও এই দাকোপ-বটিয়াঘাটাতে লাগেনী, হয়নি কোন ভাল শিক্ষা প্রতিষ্ঠান, হয়নি কোন ধর্মীয় উপাসনালয়, হয়নি কোন নান্দনিক হাসপাতাল, হয়নি কোন মিল –কলকারখানা, রাস্তাঘাটের বেহালদশা।বলতে পারেন কোন উন্নয়নের ছোয়ায় লাগেনী।
এ ধরনের সকল কিছু চাহিদা মোতাবেক পুরনের আশ্বাস দেন। খুলনা-১ তথা দাকোপ -বটিয়াঘাটায় বিগত দিনে যে সকল সংষদ সদস্য ছিলেন তারা কোন ধরনের উন্নয়নর ছোয়া লাগাতে পারেনী। সবাই সবার আখের গুছিয়েছে।তিনি বলেছেন দাকোপ -বটিয়াঘাটা নদী সংলগ্ন হওয়ায় এই নদী কে উন্নয়নের কাজে লাগাবেন। বিভিন্ন শিল্প-কলকারখানা ও বিভিন্ন কোম্পানি তৈরী করতে উৎসাহিত ও সহযোগিতা করবেন। বেকার ও অবহেলিত মানুষের জন্য কর্মসংস্হানের সুযোগ তৈরী করবেন।বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের তিনি ইতি মধ্যে আশস্ত্ব করেছেন তারা নিরাপত্তা চাদরে থাকবেন কোন পেশীশক্তি তাদের কে কিছু করতে পারবে না। এই মাটি আমাদের, এখানে সবার সমান অধিকার সমান।
তিনি আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সমৃদ্ধশালী। আমরা আওয়ামী লীগের মতো দেশের ক্ষতি করব না। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সেই শিক্ষা আমাদের দেননি। আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.