সঞ্চিতা সরকার,খুবি প্রতিনিধি:-
খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২৩ মে) নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল উৎসব-২০২৫’।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “নজরুলের কবিতা, গান ও সাহিত্য যুগে যুগে প্রজন্মকে আলোড়িত করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল নজরুলের বিদ্রোহী চেতনা।” তিনি আরও বলেন, নজরুল কেবল দ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য ও মানবতারও কবি। তাঁর সাহিত্য ও সংগীত আজও প্রাসঙ্গিক ও অনুসরণীয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায় এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
মূল আলোচনা উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন।নজরুল উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মাহমুদ আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরুল সংগীতশিল্পী প্রদীপ মহন্ত এবং শিক্ষাবিদ ভার্ঘব বন্দোপাধ্যায়। বক্তারা বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী দর্শন আজও তরুণদের জন্য প্রাসঙ্গিক। তাঁকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করা যায় না; তিনি সমগ্র মানবজাতির কবি।
আলোচনা সভা সঞ্চালনা করেন ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সেলিম পারভেজ এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থী খায়রুন নাহার।
আলোচনার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি শিল্পীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.