খুলনা থেকে ঢাকার উদ্দেশ্য ট্রেনের রুট রুপদিয়া-পদ্মবিলা যশোরের যাত্রীদের ক্ষোভ

- আপডেট সময় : ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

পল্লব স্বর্নকার-স্টাফ রিপোর্টার খুলনা।
যশোরের লোকদের খুলনা এবং খুলনার লোকদের নিয়ে অনেক সমস্যা তাদের এই সমস্যাটা আরো কয়েক গুন বেড়েছে যখন শুনলো খুলনাবাসী বেনাপোল এক্সপ্রেস ও দর্শনা এক্সপ্রেস ট্রেন পাচ্ছে এবং ট্রেনগুলো তাদের শহরের উপর দিয়ে না যেয়ে রুপদিয়া-পদ্মবিলা-নড়াইল হয়ে ঢাকা হয়ে যাবে। রেল কতৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অবশ্যই যোক্তিক কারণ আছে, খুলনার ট্রেনগুলোকে যশোর শহর ঘুরে যেতে হলে ৩ ঘন্টার জায়গায় ৪ঘন্টা+ সময় লাগবে ঢাকায় যেতে।
যদি খুলনার মানুষ প্লেন করে ঢাকা যেতে ৬০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে যশোর হয়ে প্লেনে যেতে পারে, তাহলে তাদের মাত্র ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মবিলা হয়ে ট্রেনে আসতে সমস্যা কি!? তাছাড়া তাদের জন্য বেনাপোল এক্সপ্রেস তো আছেই। আরো দ্রুত ঢাকায় যাওয়ার জন্য বিমানও আছে। যেটা খুলনাবাসীর নেই।
পদ্মাসেতু হওয়ার পর খুলনার মানুষ যশোর বিমানবন্দর থেকে বিমানে যাওয়া কমিয়ে দেওয়ায়, যশোর বিমানবন্দর কতৃপক্ষ ফ্লাইট কমিয়ে দিয়েছে, এখন প্রতিদিন ১ টা বিমান যশোর থেকে ঢাকায় যায়। এবার খুলনাবাসী যদি ট্রেনে করে ৩ ঘন্টায় ঢাকায় যেতে পারে তাহলে পুরোপুরিভাবে খুলনাবাসী যশোর বিমানবন্দর থেকে প্লেনে যাওয়া বাদ দিবে। কারণ কে দেড় ঘন্টা সময় নষ্ট করে তারপর যেয়ে বিমানে উঠবে! !
পারলে আপনারাও ট্রেন কমিয়ে দেন।