https://youtu.be/ek3KBywp1v4?si=zlGDt2KLIlLOAqB4
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার,সাতক্ষীরা:-
ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।
তিনি খুলনার রুপসা থানার তিলক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাবেক ফুটবলার ও খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি থাকাকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলমান। চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শেদীর পিএস থাকাকালে এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে খুলনার রুপসা থানায় একাধিক মামলা।
সোমবার বিকেলে তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় আসেন। বিষয়টি বিজিবি’র নজরে আসলে তাকে আটক করা হয়। তাকে রুপসা থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.