স্টাফ রিপোটার :খুলনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে খুলনার জোড়াগেটে এ প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক।
এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা। যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরনো সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে।
এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে স্ক্রাব মালামাল কালোবাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক।
দুদকের খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিলো ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার। যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামতে ব্যয় হয় ৫ লাখ টাকা ও ২টি ম্যাকানিকালে ২৬ থেকে ২৭ লাখ টাকা ব্যয় ধরা হয়।
আমরা সরেজমিন বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। ম্যাকানিক্যালে যে দুইটি কাজ করার কথা বলা হয়েছে তার কোন প্রমাণ পওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যাপক অনিয়ম। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.