খুলনায় নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

- আপডেট সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

সঞ্চিতা সরকার,খুবি প্রতিনিধি:
খুলনায় নিউজ নেটওয়ার্ক আয়োজিত ‘টেকনিক্যাল নলেজ ডেভেলপমেন্ট অব উইমেন জার্নালিস্টস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রমোটিং ইফেক্টিভ, রেসপনসিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্ন্যান্স ইন বাংলাদেশ’ (পিইআরআই) প্রকল্পের আওতায় দ্য এশিয়া ফাউন্ডেশন ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
আজ সোমবার (১১ আগস্ট) বিকাল ৩টায় নগরীর ইন্টারন্যাশনাল রয়েল হোটেলে সমাপনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও সম্পাদক শহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন খুলনা সমন্বয়কারী অধ্যাপক শেখ দিদারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং একটি পেশা, আর নারী সাংবাদিকদের জন্য তা আরও বেশি চ্যালেঞ্জিং। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য; তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। এ প্রশিক্ষণ নারীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি হলুদ সাংবাদিকতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে ও পেশার সুনাম ক্ষুণ্ন করছে। ডিজিটাল সাইবার সিকিউরিটি, ফ্যাক্টচেক, ডাটাবেজ তৈরি ও অনুসন্ধানী সাংবাদিকতার মতো বিষয়গুলোতে দক্ষতা অর্জনের গুরুত্বও তিনি তুলে ধরেন।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন পাপড়ি খানম, জেরিন ফাতেমা ও সাবিত্রী গাইন। অনুষ্ঠানে দ্য এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ইকবাল মাহমুদ জানান, নারীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম। তিন দিনব্যাপী প্রশিক্ষণে খুলনার বিভিন্ন পত্রিকার ১৬ জন নারী সাংবাদিক অংশ নেন।