সংবাদ শিরোনাম :
খুলনায় কেউ হামলার শিকার হলে কি করবেন?

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

মো রুবেল ইসলাম, ক্রইম রিপটার:-
খুলনার দায়িত্বে আছেন: আর্মি ক্যাপ্টেন হাসিব
মোবাইল: 01795134257
কারো বাসায় হা’ম’লা হলে( সে যে দলেরই হোক) অথবা মন্দির, মসজিদ, গির্জা। নিজের বাসা হোক পাশের বাসা হোক, একালার ভিতরে হোক যেখানেই হা’ম’লা উপরের নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো। তাহলে তারা রিস্কিউ টিম পাঠাবে।
এবং ছবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদের ফোন নম্বর আছে।