খুলনায় ‘আলোর আঁচল’ কর্মসূচিতে মা ও শিশুর জন্য স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম

- আপডেট সময় : ০৩:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধিঃ
মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মানবিক কর্মসূচি ‘আলোর আঁচল,মায়ের যত্নে শিশুর স্বপ্ন’। খুলনার লবণচরার বান্দাবাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৮০ জনেরও বেশি মা ও শিশু।
এই আয়োজনে অংশগ্রহণকারীরা প্রাথমিক স্বাস্থ্যসেবা, সচেতনতামূলক সেশন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। শিশুদের পুষ্টি, টিকা, ও সংক্রমণ প্রতিরোধ, এবং মায়েদের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়। এছাড়া শিশুদের জন্য রাখা হয় বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শসেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। তিনি বলেন, “সুস্থ মা মানেই সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম। পরিবার ও সমাজে স্বাস্থ্যসচেতনতার প্রসারে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।” তিনি উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত চিকিৎসা সেবার আওতায় আসার আহ্বান জানান। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন একাধিক অংশীদার। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল রঙমহল ফর ইয়ুথ, ক্লাব পার্টনার মেডিসিন ক্লাব, খুলনা মেডিকেল কলেজ ইউনিট, মিডিয়া পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সোশ্যাল মিডিয়া পার্টনার কেইউ ইনসাইডার এবং ভেন্যু ও লজিস্টিকস পার্টনার হিসেবে ছিল সূর্যের হাসি নেটওয়ার্ক ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়।
আয়োজকেরা জানান, তারা শুধু ক্যাম্পেইন নয়, বাস্তবভিত্তিক সেবা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চান। ভবিষ্যতেও তারা মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা ও সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।