সংবাদ শিরোনাম :
খুব্দীপুর চৌমুহুনীতে আবহাওয়া সিগন্যাল স্টান্ড ফাঁকা

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,নিজস্ব, প্রতিনিধি
আজ (২৬শে মে )রবিবার সকাল থেকে রেমালের ১০নং মহাবিপদ সংকেত থাকলেও খুব্দীপুর চৌমুহুনীতে আবহাওয়া সংকেত জানানোর জন্য যে, ফ্লাগ স্টান্ড আছে তাহাতে কোন প্রকার সিগন্যাল ফ্লাগ উঠানো হয়নী। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গোলাম ফারুকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ দেখায় । স্হানীয় গ্রাম পুলিশ ইব্রাহিম এই প্রতিনিধিকে জানান, আমার কাছে সিগন্যাল ফ্লাগ আছে কিন্তু ফ্লাগ টানানোর রশি নেই। অথচ এমন বৈরি আবহাওয়ায় সিপিপি ও স্থানীয় প্রশাসনের এমন উদাসীনতা সাধারন জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।