খুবির বাঁধনের উদ্দোগে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

- আপডেট সময় : ০৭:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বাধঁন”, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট।
শনিবার (৬ই এপ্রিল) রাতে খুলনা শহরের বিভিন্ন এলাকায় (৩৫টি) অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির কর্মীরা। বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ২ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম ছেলা, ১ প্যাকেট লবন, ১ প্যাকেট সেমাই ,১ প্যাকেট নুডুলস ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন “বাঁধন”, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি, রসায়ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিদয় রায় সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
সভাপতি মো: ইমরান হোসেন জানান, “অসহায় ও দরিদ্র মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যেগে প্রতিবছর রমজানের শেষ পর্যায়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয় তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। অসহায়-দরিদ্রমানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এ কর্মসূচিতে শিক্ষকবৃন্দ, সিনিয়র ভাই আপুসহ আমাদের শিক্ষার্থী ভাই বন্ধুরা আর্থিক সহায়তা করেছেন।
তিনি আরো বলেন, ভবিষ্যতে এভাবে সবাই সহযোগীতা করলে আমরা আরো বড় পরিসরে বেশি মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে পারবো বলে মনে করি।”