ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খুবিতে শান্তি প্রতিষ্ঠায় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

সঞ্চিতা সরকার,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে মানবিক স্কুলের উদ্যোগে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ২ আগস্ট (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, “শান্তি কেবল আইন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নয়, মানুষের আবেগ, ইতিহাস, সংস্কৃতি ও মানবিক চেতনার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। কলা ও মানবিকবিদ্যা এই চেতনা বিকাশে অপরিহার্য।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গান, চিত্রকলা ও লেখনী শুধু প্রতিবাদের মাধ্যম ছিল না, বরং তা হয়ে উঠেছিল শান্তির আহ্বান ও ঐক্যের প্রতীক।”

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, “সাহিত্য ও ইতিহাস আমাদের সহমর্মিতা, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে জাগ্রত করে। শান্তি প্রতিষ্ঠায় এগুলোর গুরুত্ব অপরিসীম।” তিনি গবেষণার আর্থিক সীমাবদ্ধতা ও ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। স্বাগত বক্তব্য দেন ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুর রহমান শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন ও সহযোগী অধ্যাপক হামালনা নিজাম।

উদ্বোধনের পর মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স-এর প্রফেসর ড. মুহাম্মদ কামারুল কাবিলান এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম কী-নোট বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

দু’দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিদেশি প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন অংশ নিচ্ছেন। সম্মেলনের বিভিন্ন সেশনে মোট ১৬৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

খুবিতে শান্তি প্রতিষ্ঠায় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেট সময় : ০২:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

সঞ্চিতা সরকার,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে মানবিক স্কুলের উদ্যোগে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ২ আগস্ট (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, “শান্তি কেবল আইন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নয়, মানুষের আবেগ, ইতিহাস, সংস্কৃতি ও মানবিক চেতনার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। কলা ও মানবিকবিদ্যা এই চেতনা বিকাশে অপরিহার্য।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গান, চিত্রকলা ও লেখনী শুধু প্রতিবাদের মাধ্যম ছিল না, বরং তা হয়ে উঠেছিল শান্তির আহ্বান ও ঐক্যের প্রতীক।”

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, “সাহিত্য ও ইতিহাস আমাদের সহমর্মিতা, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে জাগ্রত করে। শান্তি প্রতিষ্ঠায় এগুলোর গুরুত্ব অপরিসীম।” তিনি গবেষণার আর্থিক সীমাবদ্ধতা ও ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। স্বাগত বক্তব্য দেন ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুর রহমান শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন ও সহযোগী অধ্যাপক হামালনা নিজাম।

উদ্বোধনের পর মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স-এর প্রফেসর ড. মুহাম্মদ কামারুল কাবিলান এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম কী-নোট বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

দু’দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিদেশি প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন অংশ নিচ্ছেন। সম্মেলনের বিভিন্ন সেশনে মোট ১৬৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।