খুবিতে রিদমের নেতৃত্বে সভাপতি আসাদ – সম্পাদক মাহিন

- আপডেট সময় : ১২:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি:-
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রিদমের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আসাদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইনায়াত আল মাহিন।
এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে অর্থনীতি ডিসিপ্লিনের প্রজ্ঞা পারমিতা সরকার, সহ-সম্পাদক পদে পাপিয়া বাহাদুর, সহ-সম্পাদক পদে আল হামজা শেমন, কোষাধ্যক্ষ পদে মোঃ রফি তাহিয়াত, যুগ্ম কোষাধ্যক্ষ পদে উম্মে আবিহা রজনী , সাংগঠনিক সম্পাদক পদে সাইফ নেওয়াজ, যুগ্ম সাংগঠনিক পদে সম্পাদক ঝুমকা হালদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে আলিফ মাহমুদ, প্রচার সম্পাদক পদে তাহসিনা তাজিন প্রপ্তি, সহ প্রচার সম্পাদক পদে জেরিন প্রভা, সহ প্রচার সম্পাদক পদে অলভা আক্তার , অফিস সমন্বয়কারী পদে তামান্না রহমান তরী, সহ অফিস সমন্বয়কারী পদে মো. হাসিবুল রহমান শান্ত, সহ অফিস সমন্বয়কারী পদে মেহেদী হাসান কোতয়াল, মঞ্চ সমন্বয়ক পদে সানজিদা আরেফিন মুন, মঞ্চ সমন্বয়ক পদে সেতু রানী দাস, যুগ্ম মঞ্চ সম্পাদক পদে স্বর্ণ মল্লিক, যুগ্ম মঞ্চ সম্পাদক পদে প্রতিজ্ঞা কারকি, সদস্য সমন্বয়ক পদে রাহমিনা আলিয়া রোমি, সদস্য সমন্বয়ক পদে নিলিমা পল, সদস্য সমন্বয়ক পদে আবদুল্লাহ আল নোমানযুগ্ম, ক্লাব সমন্বয়ক পদে হুমায়রা কবির ঝারা, ক্লাব সমন্বয়ক পদে কান্তা রায়, যুগ্ম ক্লাব সমন্বয়ক পদে মাহিন মিথি, যুগ্ম ক্লাব সমন্বয়ক পদে মাহবুবুর রহমান আকাশ, ফটোগ্রাফি সমন্বয়ক পদে মিনহাজ রহমান, সহ ফটোগ্রাফি সম্পাদক পদে সুমাইয়া জাল্লাত মাহি দায়িত্ব পেয়েছে।
এছাড়াও কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছে কৌশিক সাহা, সায়ন্তনী সরকার শিখি, পূর্ণতা সাহা, জান্নাতুল ফেরদৌস মিম, প্রমা সাহা, রুিপাইসং মারমা। ৩৫ সদস্যের নতুন এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ আসাদুর রহমান বলেন, নাচ সব সময় উৎসব এর মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। আদিম যুগ থেকে নৃত্যের ধারা এখনো মানুষের শারিরিক ও মানসিক স্বস্তির বৃদ্ধি। আমাদের দেশীয় বিভিন্ন নৃত্যের ধরণ রয়ছে যা বাঙালি সংস্কৃতি জন্য উল্লেখযোগ্য। আমাদের সবার ভালোবাসার সংগঠন ” রিদম” সাংগঠনিক কার্যক্রম এর সাথে সাংস্কৃতিক ধারা লালন করে চলেছে।