মোঃতৌহিদুর রহমান,ক্রাইম রিপোর্টার,যশোর।
রাজবাড়ীর পাংশায় মৌরাট ইউনিয়নের মৌরাট মাঠপাড়ায় খাল থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে ইউপি সদস্যসহ দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
অভিযুক্তরা হলেন, মৌরাট ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আলমগীর হোসেন মিয়া (৪৫) ও পাবনার বেড়া উপজেলার খালেক প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (২৩)।
পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে দুইটি মামলায় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তারা বলেন, ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কোভেটর জব্দ করে থানা হেফাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.