খামে ঘুষ নিয়ে ভিডিও ভাইরাল ওসি মাহবুবকে প্রত্যাহার

- আপডেট সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
ঘুষের টাকার খাম লেনদেনের ভিডিও ফাঁস হওয়ায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
নিজ থানায় বসে মোস্তাফিজুর রহমান বিশ্বাস নামের এক ব্যক্তির কাছ থেকে ‘খাম’ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওসি মাহবুবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওসি মাহবুব আলম তার চেয়ারে বসে আছেন। টেবিলের অপর দিকে চেয়ারে বসে থাকা এক ব্যক্তি ওসির কাছ থেকে একটি খাম চেয়ে নেন। এর কিছুক্ষণ পর খামটি ওসির দিকে দিলে তিনি খামটি ড্রয়ারের মধ্যে রেখে দেন। এ সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ওসি মাহবুব ভাইয়ের কাছে এলে কাজ হবেই।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, চন্দ্রিমা থানার ওসির খাম লেনদেনের ভিডিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরেও এসেছে। তবে নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না। তবুও ওসি মাহবুবকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।