খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের কাছে চাঁদা না পেয়ে ডিলারকে মারধর শ্রমিকলীগ নেতার

- আপডেট সময় : ০৪:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা আগৈলঝাড়ায় প্রতিনিধি:-
আগৈলঝাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের কাছে চাঁদা চেয়ে না পেয়ে গোডাউনে তালাসহ তাকে মারধর করে আহত করেছে শ্রমিকলীগ সভাপতি। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্ত প্রদীপ সমদ্দার দাবী করেন ওই ডিলার শীপ আমাদের তিনজনের নামে করার কথা থাকলে মনিশংকর গোপনে নিজের নামে করেছে। একবার আমাকে তিনহাজার টাকা দিয়েছিল। পরে টাকা না দেওয়ায় তার সাথে বিরোধের সৃষ্টি হলে আমি তাকে ঝাড়– দিয়ে পিটিয়েছি।আহত ডিলার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ৪টি ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মনিশংকর সরকার মোল্লাপাড়া বাজারে ৩ শত ১৯ জন কার্ডধারীদের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করে আসছিল। এই কার্ডধারীরা প্রতিবছর ৫ মাস চাল পেয়ে আসছে। ওই ডিলারের কাছে দীর্ঘদিন ধরে রত্নপুর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি প্রদীপ সমদ্দার চাঁদা দাবী করে আসছিল।মঙ্গলবার সকালে ওই ডিলার নিজ বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর মার্চ মাসের চাল দেওয়ার জন্য মোল্লাপাড়া বাজারে গোডাউনে আসলে রত্নপুর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি প্রদীপ সমদ্দার ও ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মন্মথ সরকার চাঁদার জন্য মনিশংকরকে এলোপাথারি কিলঘুষি লাথি ও ঝাড়– দিয়ে পিটিয়ে আহত করে। তার মোল্লাপাড়া বাজারের চালের গোডাইনে তালা লাগিয়ে দেন। এর পূর্বেও প্রদীপকে একাধিকবার চাঁদা দিয়েছিল বলে জানান খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মনিশংকর। এই চাঁদা দেওয়ার ঘটনা ডিলার রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারকেও জানিয়েছিল।আহত মনিশংকর মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সাথে দেখা করে তাকে চাঁদার জন্য মারধর করে আহত করার ঘটনা জানান। তিনি তাৎক্ষনিক আগৈলঝাড়া থানার ওসি মো.আলম চাঁদকে ফোনে ডিলার মনিশংকের অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়ার নির্দেশ দেন।এব্যাপারে রত্নপুর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি অভিযুক্ত প্রদীপ সমদ্দার বলেন, ওই ডিলার শীপ আমার, মন্মথ ও মনিশংকের নামে করার কথা ছিল। মনিশংকর গোপনে একা নিজের নামে করেছে। একাধিবার এঘটনায় নিয়ে বসার পরে একবার আমাকে তিনহাজার টাকা দিয়েছিল। পরবর্তীতে টাকা না দেওয়ার কথা জিজ্ঞাসা করলে মনিশংকর আমাকে গালগাল করলে মন্মথ সরকার ও আমি(প্রদীপ) তাকে চরথাপ্পরসহ ঝাড়– দিয়ে পিটিয়েছি।এবিষয়ে রত্ন পুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার সাংবাদিকদের বলেন, ডিলার মনিশংকরকে মারধর করার ঘটনা ঠিক হয়নি। এরপূর্বেও ডিলার মনিশংকর, প্রদীপকে টাকা দিয়েছিল বলে আমাকে জানিয়েছিল।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আহত মনিশংকর সরকারের আমার কাছে আসলে তার কথা শুনে তাকে চিকিৎসারসহ থানায় মামলা করার জন্য নির্দেশ দিয়েছি।