সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি,যশোর:বুধবার সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে খাজুরা প্রাথমিক বিদ্যালয় এর পাশে চিত্রা নদীতে গোসল করতে নামে, খাজুরার গহেরপুর গ্রামের মনিরুল ইসলাম এর ছোট ছেলে মোঃ গালিব হোসেন মাছ ধরা জালে আটকে পড়ে। সে মাছ ধরা জালের থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক চেষ্টা করেন। এক পর্যায়ে সে চিৎকার করা শুরু করলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।
কিছুক্ষণ পর স্থানীয় লোকজন
নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে দেখা যায়, এক জেলেয়ের মাছ ধরার জালের আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমন হৃদয়বিদারক ঘটনায় খাজুরা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.