খাজুরা কলেজে ৩০০ জন পরীক্ষার্থী ফেল, জিপিএ-৫ পেয়েছেন ১ জন

- আপডেট সময় : ০৪:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি, যশোর:দক্ষিণ বঙ্গের অন্যতম বিদ্যাপীঠ, যশোরের মধ্যে অনেক কৃতিত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান বাঘারপাড়া উপজেলার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ।
চলতি বছরে সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন, ব্যবসা বিভাগ থেকে ২২ জন, মানবিক বিভাগ থেকে ৩৬০ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন; মোট ৪২০ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার এইচএসসি-২০২৫ ফলাফল প্রকাশ হয়, ফলাফল প্রকাশের পর দেখায় যায় যে, সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ থেকে ৪৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১২৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ও ৩০০ জন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
তাছাড়া সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ থেকে ৪৩০ পরীক্ষার্থীর মধ্যে ১ জন জিপিএ-৫ পেয়েছেন। তিনি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন। তার নাম সাদিয়া ইসলাম বর্ষা। তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন এর যাদবপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর কন্যা।
গত কয়েক বছরের মধ্যে এমন খারাপ রেজাল্ট হাওয়াতে খাজুরা এলাকার মানুষ মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছেন। খাজুরা কলেজ এর এমন বাজে ফলাফল দেখে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন। ফলাফল খারাপ হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও হাতাশা সৃষ্টি হয়েছেন।