খাজুরায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০১:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, যশোর,জেলা প্রতিনিধি:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলাধীন খাজুরা সাংগঠনিক থানা শাখার ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ টায় খাজুরা বাজার গরুহাটা প্রাঙ্গণে খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মাদ আলিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ শোয়াইব হোসেনের সঞ্চালনায় ছাত্র সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত যশোর ০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাওলানা বায়েজীদ হুসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আজিজুর রহমান এবং তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ এবং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান সামায়ুন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলাধীন খাজুরা থানা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সহ থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।