এম.এ.জলিল,মানিকছড়ি, খাগড়াছড়ি:শনিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় মানিকছড়ি কালী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদ/ফ্রন্টের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রায়
উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
এনামুল হক এনাম,সভাপতি মানিকছড়ি উপজেলা বিএনপি, মোঃ মীর হোসেন, সাধারণ সম্পাদক, জয়নাল আবেদিন সহ সভাপতি মানিকছড়ি উপজেলা বিএনপি, মো: সাইফুল ইসলাম,তাতী বিষয়ক সম্পাদক, মানিকছড়ি উপজেলা বিএনপি, প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি মানিকছড়ি কালী মন্দির থেকে শুরু হয়ে মানিকছড়ি বাজার,আমতল,মহামনি প্রদক্ষিন করে মানিকছড়ি কালী মন্দিরে গিয়ে শেষ হয়। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ স্থানীয় শত শত মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা উৎসবটিকে এক প্রাণবন্ত ও সম্প্রীতিময় রূপ দেয়।আয়োজকেরা জানান, এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি এলাকার সামাজিক বন্ধন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হয়ে উঠেছে,সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করা জাতী ধর্ম নির্বিশেষে সকলের লক্ষ হওয়া উচিৎ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.