খাগড়াছড়ি’তে ঢাবি ছাত্রদলে নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মুক্তার হোসাইন (চট্টগ্রাম প্রতিনিধি)
১৮ মে ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িত মূল ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিও জোরালোভাবে উত্থাপিত হয়,
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ,এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: মমিনুল ইসলাম,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক,।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক, জাকির হোসেন জিকু,উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্বে করেন খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ রানা,সঞ্চালনায় ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম,খাগড়াছড়ি সরকারি
কলেজ ছাত্রদলের এই কর্মসূচিতে বিভিন্ন কলেজ কমিটির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।