নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:
কুমিল্লা বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামে চলছিল বিয়ের ধুমধাম ও খাওয়ার আয়োজন। চারদিকে বর ও কনেপক্ষের হইচই আর আনন্দ উল্লাস। হঠাৎ করে থেমে যায় সব ধুমধাম ও আনুষ্ঠানিকতা। বাল্যবিবাহের অভিযোগে সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তখন খাওয়া দাওয়া ফেলে বউ নিয়ে পালিয়ে যান বর ও বরযাত্রীরা।
বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের দুবাই প্রবাসী রাজিব হোসেনের সঙ্গে একই গ্রামের মিম আক্তারের বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ছিল আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যাওয়ার দিন।
মিম আক্তার বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক না হওয়ায় বাল্যবিবাহের অভিযোগ পেয়ে সেখানে হানা দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তাদের দেখে কনেকে নিয়ে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। এদিকে বর, বরযাত্রী ও কনেকে না পেয়ে কনের চাচাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
মিম আক্তার বুড়িচং উপজেলা শ্রীমনৃতপুর এম ছাত্তার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। দুবাই প্রবাসী বর রাজিব হোসেনের চাচা বলেন, তাদের বিয়ে আগেই হয়ে গেছে। আজ ছিল কনেকে উঠিয়ে নেওয়ার দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.