খাঁন বাহাদুর আহছানউল্লা(র:) মাজারে ইফতার মাহফিলের জন্য প্রস্তুতি চলছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিলের আয়োজন করা হয় সাতক্ষীরা নলতার খাঁন বাহাদুর আহছানুল্লাহ (র) এর মাজার শরীফে।
https://youtu.be/YPVM8moyT6U?si=gKZzqTjIMXdNryPY
এখানে প্রতি বছরই ১৫ হাজারের ঊর্ধ্বে রোজাদারদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।তারই ধারাবাহিকতায় মাঠ সাঁজানোর কার্যক্রম চলমান রয়েছে। আশেপাশের ২৫০ টা মসজিদে রোজাদার জন্য ইফতার পাঠানো হয়। সৌদি আরব মক্কার পর সর্ববৃহৎ দ্বিতীয় ইফতার পার্টি হয় সাতক্ষীরা নলতার খাঁন বাহাদুর আহছানউল্লাহ (র) মাজার শরীফ।
উক্ত মাজার শরীফের সেক্রেটারি এম ডি নজরুল ইসলামের কাছে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার প্রতিনিধিকে বলেন বলেন ;
আমাদের সমস্ত প্রস্তুতি ও পরিকল্পনা শেষ এখন বাস্তবায়নের কার্যক্রম চলছে। ঠিক এবারও আমরা পূর্বের ন্যায় আয়োজন ইফতার মাহফিলের আয়োজন করব।
পরিচালনা কমিটির আরো একজন পীর বংশধর আহসানিয়া আবিদ তার কাছে ইফতার মাহফিলের ব্যয় কৃত অর্থের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন;
এখানে প্রতিদিন মাহফিলের খরচ প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা অনেক সময় তো আরো বেশি হয়। টাকা কোথা থেকে আসে প্রশ্ন করলে তিনি বলে;এই যে আজ এখনো অনেক দেরি এরই মধ্যে ৬০ জনের বেশি দাতা সদস্য ইফতার দেওয়ার জন্য জানিয়েছেন। যার ফলে একই দিনে দু ' তিন জন সম্মিলিতভাবে ইফতারের আয়োজন করে থাকে এবং সিরিয়াল মেনে পুরো মাসটাতে ইফতাঁর মাহফিল পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.