ক্লাস পরীক্ষা অচলাবস্থা নিয়ে পবিপ্রবি শিক্ষক সমিতির জরুরি প্রেস বিজ্ঞপ্তি
নিজেস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত কর্মকর্তা রাসেলের বহিস্কার দাবিতে চলমান আন্দোলনের ফলে ক্লাস ও পরীক্ষা অচল অবস্থায় আছে।
এই অচলাবস্থা নিরসনে ২৭ ফেব্রুয়ারি(সোমবার) শিক্ষক সমিতি ও ক্লাস প্রতিনিধিদের নিয়ে কৃষি কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয় যে,যত দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে তত দ্রুত তারা ক্লাসে ফিরবে।
এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি(মঙ্গলবার) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে শিক্ষক সমিতি এবং সেখানে তারা দাবি করে চলমান ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও উস্কানীমূলক মন্তব্য প্রচার করছে।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তি থেকে আর ও জানা যায় যে,বর্তমান বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার পেছনে দায়ী রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই ঘটনার সুরাহা না হওয়ার পেছনে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করা হয়।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা জানায়,যদি এই সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নেয় তাহলে তারা আগামী সপ্তাহেই ক্লাসে ফিরবে এবং তারা যেকোনো সময় ক্লাসে ফিরতে প্রস্তুত উক্ত শর্তসাপেক্ষে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.