নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
কোরবানির ছাগলের মুখে প্লাস্টিকের দাঁত, বিক্রেতা গ্রেপ্তার
কোরবানি উপলক্ষে বিক্রির জন্য আনা হয়েছিল কয়েকটি ছাগল। ছাগলগুলোর দাঁত আছে, তবে তা প্লাস্টিকের। বিষয়টি ধরে ফেলেন ক্রেতা। পরে প্রতারণার অভিযোগে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার পাকিস্তানের করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।ভিডিওতে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় তাঁর সাতটি ছাগল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রেতা পুলিশকে বলেছেন, তাঁর বাড়ি সিন্ধু প্রদেশে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন।
এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.