
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
দক্ষিণ রাউজানের তীর্থক্ষেত্র খ্যাত কোয়েপাড়ায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব। কোয়েপাড়া শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দির ও শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে ভক্তিমুখর আবহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পাঁচ দিনব্যাপী এ মহোৎসবের কর্মসূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের শুভ অধিবাস, নবমী ও দশমী পূজা, ভোগ নিবেদন, মায়ের মঙ্গল আরতি, পুষ্পাঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
অনুষ্ঠানে গ্রামের একঝাঁক শিশু শিল্পী পরিবেশন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য ‘কালমৃগয়া’, যা দর্শক-ভক্তদের মুগ্ধ করে।
এছাড়াও অনুষ্ঠিত হয় শ্রীশ্রী রামঠাকুরের পূজা, তারকব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা, ঠাকুরের রাজভোগ নিবেদন এবং শেষে মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ।
মহোৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কোয়েপাড়া সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ ও মহোৎসব উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন পালিত (বাসু) এবং সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্তসহ স্থানীয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দ।
এখানে উল্লেখযোগ্য যে, জগদ্ধাত্রী মাতৃমন্দিরের পাশাপাশি কোয়েপাড়ায় শ্রীশ্রী ভুবনেশ্বরী মন্দিরও অবস্থিত। এই মন্দিরে নিত্য পূজা অনুষ্ঠিত হয় এবং প্রতি পূর্ণিমা তিথিতে মায়ের ভোগ ও শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা প্রদান করা হয়।
মহোৎসব উপলক্ষে দূরদূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-নরনারীর উপস্থিতিতে কোয়েপাড়া এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.