কোমরপুরে যুব কমিটির আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নবনির্বাচিত চেয়ারম্যান আলফা

- আপডেট সময় : ০৮:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন বিশেষ প্রতিনিধিঃ-
৭ মে শুক্রবার মাগরিবের নামাজ বাদ কোমরপুর যুব কমিটির আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা। তিনি তার বক্তব্যের ভিতরে বলেন অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুমি ভোটে দাঁড়িয়ছ আমাদেরকে তো বলনি। আমি আলফা আপনাদেরই সন্তান আমি মনে মনে ভেবে ছিলাম কোমরপুরবাসীর জন্য আমি কি করেছি তারা আমার জন্য কি করে।এবং বিভিন্ন জায়গায় থেকে শুনেছি কয়েক আমার এলাকার জন লোক কয়েকটা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে আমার নামের অপপ্রচার করেছে। হিংসুক কখনো বড় হতে পারে না, মহান আল্লাহ পাকের রহমত আমার আব্বা-আম্মার দোয়া ও আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনারা যেমন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন পাশে ছিলেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভোলেননি আমিও আপনাদেরকে ভুলবো না। আমি আপনাদের গ্রামের সন্তান আপনারা আমাকে সংবর্ধনা অনুষ্ঠান করে ফুলের মালা ও ক্রেস দিয়ে বরণ করে সম্মানিত করেছেন এর চাইতে আর আমার পাওয়ার কিছু নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য আব্দুল আলিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।