কোটচাঁদপুর তফসিলের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা

- আপডেট সময় : ০৩:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮১টির নির্বাচন সম্পন্ন হলেও কোটচাঁদপুরে নির্বাচনের দিন তারিখ পড়েনি আজও। কবে হবে নির্বাচন এ অপেক্ষায় দিন গুনছেন সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা। এদিকে দিন তারিখ না পড়ায় প্রার্থীদের গণসংযোগে নেই কোন উত্তাপ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে মোট
৪৯৫টি উপজেলা রয়েছে। এরমধ্যে ৪৮১টির নির্বাচন ইতোমধ্যে ৫টি ধাপে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে মাত্র ১৪ টি উপজেলায় এ নির্বাচন। যা সম্পন্ন হবে শেষ ধাপে। যার মধ্যে আছে কোটচাঁদপুর উপজেলা। উপজেলা নির্বাচন কে ঘিরে যে সব সম্ভাব্য প্রার্থীরা মাঠে গণসংযোগ করছেন তাঁর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান কোটচাঁদপুর উপজেলা আওমায়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া খাতুন পিংকি , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির লতা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মাজেদুল ইসলাম (মিন্টু ঢালী), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি রিয়াজ হোসেন, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন, জাসদের কোটচাঁদপুর শাখার সভাপতি শামীম আহম্মেদ বাবু, তৌফিকুর রহমান চপল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন কোটচাঁদপুর পৌরসভার কাউন্সিলর মরহুম ফজলুর রহমানের স্ত্রী রুবিনা রহমান, লাবলী খান ও ঝর্না খাতুন। প্রার্থীরা নির্বাচনের প্রথম ধাপ থেকে প্রচার দিয়ে মাঠে গণসংযোগ চালাচ্ছেন। ইতোমধ্যে মধ্যে ৫ম ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্নও হয়েছে। এ কারণে গণসংযোগেও প্রার্থীদের নেই কোন উত্তাপ। থেমে থেমে চালাচ্ছেন তারা গণসংযোগ। এদিকে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ভোটারদের মনে।