জি এম আব্বাস উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ দেবহাটা নবাগত ইউএনও নওশাদ ৩ তারিখে জয়েন্ট ৪ তারিখে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন। জুলাই মাসজুড়ে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে ৫ই আগস্ট সোমবার সকাল ৯ টায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ নিয়ে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত এর পর, ৬ তারিখে দেবহাটায় বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে মৎস্য ঘের, পুকুর, রাস্তা ঘাট,খাল বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক তখনই দেবহাটা উপজেলার মৎস্য অফিসের প্রচেষ্টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নবগত কে এম আবু নওশাদ। তার পরের দিন, ৭ তারিখে নোয়াপাড়া চাঁদপুরে কয়েক বছরের পুরানো ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ কেটে অপসারণ করে, কোমলমতি শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
একজন মেধাবী কর্মকর্তা যোগদান করার পর থেকে নিষ্টা ও পরিশ্রমের মাধ্যমে দেবহাটা উপজেলা বাসির কল্যানে কাজ করে চলেছেন।শনিবার ছুটির দিনে নওয়াপাড়া ইউনিয়নের আটশতবিঘা কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরসহ বিভিন্ন রাস্তা পরিদর্শন পূর্বক বিভিন্ন সমস্যা-সুবিধা জানার চেষ্টা থাকেন।
তথ্য নিলে জানাযায় গত বছর সহ এবছরে জলাবদ্ধতার কারনে দেবহাটা কৃষকদের মাছ ও ফসলে কয়েক শতকোটি টাকা ক্ষতির মুখে পড়ে। জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য দীর্ঘদিন একটা জটিলতা চলছিল। এছাড়া বৃষ্টির পানিতে ক্ষতি গ্রস্থদের মাঝে সহায়তা করে আসছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সমাজের গন্যমান্য ব্যাক্তি রাজনৈতিক ব্যাক্তি বর্গদের সহায়তা নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও পানি নিষ্কাশনে বাধা কচুড়িপানা কাটার জন্য নিজে দাড়িয়ে নেট পাটা অপসারণ করেন।
কে এম আবু নওশাদ বলেন, যোগদানের পর থেকে উপজেলা বাসির সহযোগীতা পেয়েছি। জেলা প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, কর্মরত সকল সাংবাদিক বৃন্দ, সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা আমার জন্য সহজ হয়েছে। এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি যতদিন আছি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো
রূপসী দেবহাটার মানুষের জন্য কিছু করার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.