কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে শুক্রবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই কমিটি গঠন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সংগঠনের জেলার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান ও প্রচার সম্পাদক চাঁন মিয়া।
জাতীয় শ্রমিক লীগের কেশবপুর উপজেলা কমিটিতে উত্তম প্রসাদ ঘোষকে সভাপতি ও মজিবর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া পৌর কমিটিতে শহিদুজ্জামান শহিদকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। উপজেলা ও পৌর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট করে গঠিত এ কমিটি যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.