কেশবপুরে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছাঃ রেহেনা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমুখ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলা লীগের শাপলা খাতুন, নার্গিস খাতুন, শাহানাজ পারভীন, মর্জিনা বেগম, অনিমা সরকার, সুচিত্রা বিশ্বাস, রোজিনা খাতুন, সেনিয়া আক্তার, সাথী আক্তার, রিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে শহরে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।